Header Ads Widget

রেলের তেল চুরি, বরখাস্ত হলেন খালাসি

https://e-careerdesk.blogspot.com/

রেলের তেল চুরি, বরখাস্ত হলেন খালাসি

চট্টগ্রাম নগরীর হালিশহরে রেলওয়ের সিজিপিওয়াই (চট্টগ্রাম পোর্ট ইয়ার্ড) লোকোশেডে অভিযান চালিয়ে তেল চুরি ও পাচারের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের অভিযানের পরপরই তেল চুরির সাথে জড়িত যান্ত্রিক বিভাগের এক খালাসিকে সাময়িক বরখাস্ত এবং দুই সিনিয়র উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে রেলওয়ে।

বৃহস্পতিবার সকাল থেকে বিকেল তিনটা পর্যন্ত এ অভিযান চালায় দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর টিম। এতে নেতৃত্ব দেন কার্যালয়ের সহকারী পরিচালক এনামুল হক। অভিযানে আরেক সহকারী পরিচালক মো. এমরানও অংশ নেন।

বিষয়টি নিশ্চিত করেন বিভাগীয় প্রকৌশলী (যান্ত্রিক) ওয়াহিদুর রহমান। তিনি বলেন, যাদের অভিযোগের বিষয়ে দুদক মূলত অভিযান চালিয়েছেন এবং অভিযানিক দলের মৌখিক আদেশের প্রেক্ষিতে খালাসি জিয়াউল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অন্য দুইজন সিনিয়র উপ-সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম ও বেলাল হোসেনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার জন্য চিফ ইঞ্জিনিয়ারের দপ্তরকে লিখিতভাবে অবহিত করা হয়েছে।(রেলওয়ে গ্যালারি পেইজের খবরটি বাংলাদেশ জার্নাল থেকে নেয়া)

দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক এনামুল হক বলেন, হালিশহর লোকোশেডে স্টকে থাকলেও অনেক সময় কম দেখিয়ে আবার অনেক সময় একেবারে স্টক খালি দেখিয়ে চাহিদা অনুযায়ী তেল নিতো নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরা। আমাদের অভিযানে বিষয়টির সত্যতা পাওয়া গেছে। রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা জড়িত তিনজনের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন।

তিনি বলেন, আমরা অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছি। এ বিষয়ে সহসা প্রধান কার্যালয়ে প্রতিবেদন দাখিল করা হবে। প্রয়োজনে অধিকতর অনুসন্ধানে সুপারিশ করা হবে।

উল্লেখ্য, হালিশহর সিজিপিওয়াই লোকোশেডে দীর্ঘদিন থেকে তেল ও যন্ত্রাংশ চুরিসহ পাচার করছিল রেলওয়ের যান্ত্রিক বিভাগের একটি চক্র। আবার সিজিপিওয়াই আরএনবি চৌকিতে ৫-৭ বছর ধরে পদায়িত থেকে নানা অনিয়ম দুর্নীতি করে আসছিল আরএনবির বেশ কয়েকজন সদস্য। দুদক প্রধান কার্যালয়ের নির্দেশে এমন একটি অভিযোগের বিষয়ে এনফোর্সমেন্ট পরিচালনা করে দুদকের একটি টিম।

বাংলাদেশ জার্নাল/এসকে

ছবি- Chinmay Biswas 





     About Us                         Contact Us                   Privacy Policy                    Terms Conditions


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ