Header Ads Widget

PLC কেন শিখতে হবে? (Why learn PLC)

https://e-careerdesk.blogspot.com/


PLC কেন শিখতে হবে? (Why learn PLC)

একজন ইঞ্জিনিয়ার হিসেবে আপনাকে অবশ্যই পিএলসি সম্পর্কে ভালোভাবে জানতে হবে এবং শিখতে হবে । কারণ আপনি যদি একজন ইঞ্জিনিয়ার হিসেবে একটা ফ্যাক্টরিতে কাজ করেন তাহলে ফ্যাক্টরির সকল মেশিনের দায়িত্ব আপনার উপর থাকবে আর মেশিন যদি চলে তাহলে নষ্ট অবশ্যই হবে এবং পিএলসিতে ও সমস্যা হতে পারে তাই সেগুলো ঠিক করতে হলে পিএলসি সম্পর্কে আপনাকে জানতে হবে এবং শিখতে হবে।

কেন ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন / পিলসি ট্রেনিং কোর্স করব?
বর্তমান যুগ অটোমেশনের যুগ ।অর্থাৎ অটোমেটিক কন্ট্রোল সিস্টেম এর যুগ।বর্তমানে এই আধুনিক যুগে উৎপাদনশীল প্রতিষ্ঠানে বা ফ্যাক্টরিতে যে সকল মেশিন আছে সে সকল মেশিনগুলো স্বয়ংক্রিয়ভাবে চালনা করা হয়।এই স্বয়ংক্রিয়ভাবে মেশিন চালনা করার জন্য প্রধান ভূমিকা হল পিএলসির ।অর্থাৎ যেকোনো অটোমেটিক কন্ট্রোল সিস্টেম এর মেশিন গুলো চালনা করা হয় পিএলসি দিয়ে।পিএলসি ঐসকল মেশিন গুলোতে মস্তিস্ক হিসেবে কাজ করে ।তাহলে বুঝতেই পারছেন একটা পিএলসির গুরুত্ব কতটুকু একটা ইন্ডাস্ট্রিতে । বাংলাদেশ এ আমরা যারা ইঞ্জিনিয়ারিং পড়ছি বা পাশ করে বের হয়েছি তারা একটা বিষয় কি কখনো খেয়াল করেছি? আমাদের জন্য সবচেয়ে বিশাল কাজের জায়গা হলো ইন্ডাস্ট্রিগুলো। বেশিরভাগ ইন্ডাস্ট্রিগুলোতে সয়ংক্রিয় পদ্ধতি ব্যবহৃত হয় যা আমরা ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন বলে থাকি আমাদের বর্তমান প্রজন্মের ইঞ্জিনিয়ারদের ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন সম্পর্কে ধারনা এত কম থাকে যে তারা ফ্যাক্টরিতে অভিজ্ঞ টেকনিশিয়ানদের কাছে দাম পায় না। ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন সম্পর্কে কম জানার কারণ হলো এটা কোর্স কারিকুলাম এ সেভাবে থাকে না কারণ ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন কখনো থিওরি ভিত্তিক নয় বরং এটা প্রায় প্রাকটিক্যাল ভিত্তিক। তাই PLC তে কাজ করতে পারা বা এটা প্রোগ্রামিং করতে পারাটা ফ্যাক্টরিতে খুবই জরুরি। তাই ইঞ্জিনিয়ার হিসেবে সঠিক মুল্য পেতে হলে এখনি শিখুন অথবা একসময় পরিস্থিতি বাধ্য করবে শিখতে কিন্তু ততদিন অনেক অনেক পিছিয়ে যাবেন।

পি এল সির প্রয়োজনীয়তাঃ

যে কোন মেশিন আটোমেশন, রাসায়নিক শিল্পকারখানা, নেওক্লিয়ার পাওয়ার জেনারেশন প্লান্ট, হোম অটোমেশন, অটোম্যাটেড শিল্পকারখানাতে ব্যবহার করা হয়। PLC এবং অটোমেশন কোর্স এ কি কি জানতে পারবেন? ● PLC সমস্যা হলে কিভাবে ঠিক করতে হয় ● কিভাবে PLC প্রোগ্রাম করতে হয় ● কিভাবে মেশিনে PLC লাগাতে হয় ● কিভাবে PLC আপগ্রেড করতে হয় ● PLC এর হার্ডওয়্যার বিস্তারিত বর্ণনা ● Inverter, ড্রাইভ, Servo ড্রাইভ প্রোগ্রামিং ● ইন্ডাস্ট্রিয়াল সেন্সর কিভাবে কাজ করে ● HMI হার্ডওয়্যার এবং প্রোগ্রামিং ● ETC.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ