Header Ads Widget

গ্যাস সিলিন্ডারের নীচে বসে ছিল বিশাল কোবরা, তুলতেই ফোঁস করে উঠল

https://e-careerdesk.blogspot.com/

গ্যাস সিলিন্ডারের নীচে বসে ছিল বিশাল কোবরা, তুলতেই ফোঁস করে উঠল


ছোটবেলা থেকে অনেকের মুখেই শুনে এসেছি যে সাপ দেখতে ভয়ঙ্কর হলেও আদপে তা খুবই নিরীহ জীব। সে শুধু নিজের আ”ত্মরক্ষার জন্যই আ”ক্রমণ করে।


কারো রান্নাঘরে যদি একবার বি”ষধর সাপ ঢুকে পড়ে ভয় পাবে না এমন মানুষ বোধহয় পৃথিবীতে নেই। তবে এও সত্যি যে সব সাপ আবার ক্ষ’তিকারক হয় না।


বিষধর আর বি”ষহীন সাপের মধ্যে অনেক কিছু পার্থক্য থাকে। আর তেমনই ভাইরাল হলো আবারও সোশ্যাল মিডিয়ায় একটি ভ”য়ঙ্কর সাপের ভিডিও।


ভাই’রাল সেই ভিডিওতে দেখা গেছে একটি গ্যাস সিলিন্ডারের নিচ থেকে একটি বিশাল কোবরা সাপকে বেরিয়ে আসতে। মির্জা মোহাম্মদ আরিফকে ডাকা হয়েছিল উদ্ধার করতে। ভিডিও শুরু হতে দেখা যায় সেই মির্জা মোহাম্মদ আরিফ সেই বাড়িতে পৌঁছে যায় যেখানে সাপটি দেখা গিয়েছে। আর সেখানে পৌঁছেই গ্যাস সিলেন্ডার সরিয়ে দেখতে পায় সেই কোবরা সাপকে। একদম গুটিসুটি মেরে বসে ছিল সেই বিশাল কোবরা সাপ। আর গ্যাস সিলেন্ডার তুলতেই ফোঁস করে উঠলো সেই সাপ। পাশেই রাখা ছিল গ্যাস আর সেই গ্যাসের নিচে ঢুকে যাচ্ছিল প্রথমে সাপটা।


আর তখনই মির্জা মোহাম্মদ আরিফ সেই সাপকে হাতে করে বের করে নেয়। আর চারপাশে দেখা যায় অনেক লোকজন সেই সাপ ধরার ভিডিও করছে। এরপরে দেখা যায় সাপটা খুব পরিমাণে রেগেছিল যার ফলে সাপটার নিঃশ্বাস নেওয়া স্পষ্ট শোনা যাচ্ছিল ভিডিওতে। আর তারপরে প্রায় অনেকবার সাপটা ছোবল মারার চেষ্টা করে। দেখা যায় বারবার সাপটা ফোঁস করে উঠছিল। এরপর একটি সাপ ধরার যন্ত্র দিয়ে গ্যাসের নিচে থেকে সাপটাকে বাইরে বের করে নিয়ে আসা হয়। বাইরে বের করে নিয়ে আসার পর দেখা যায় সাপটা অনেকবার ছোবল মারার চেষ্টা করে।


এই কোবরা সাপ প্রায়শই খুব পরিমাণে রেগে থাকে। এরপর একটি কাপড়ের ব্যাগে সাপটিকে পুরে নেওয়া হয়। দেখা যায় ব্যাগটা সামনে তার ধরায় আস্তে আস্তে নিজেই সাপটা তার ভেতরে ঢুকে যায়। ভিডিওটি ভাইরাল হতে দেখা গেছে ইউটিউব এর NAAG LOK নামক চ্যানেল থেকে। ৮২৯ হাজার মানুষ ইতিমধ্যেই ভিডিওটিকে দেখে নিয়েছে। আর তার পাশাপাশি ভিডিওটিকে পছন্দ করে লাইক করেছে ২.৪ হাজার নেটিজেন। অনেক নেটিজেন এই ভিডিও দেখে শিউরে উঠেছে। তুমুল পরিমাণে ভাইরাল হয়েছে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায়। 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ