ভীষণ আনন্দ হচ্ছে,' ঢাকায় পৌঁছে সানি লিওন
সানি লিওন নামে পরিচিত বলিউড অভিনেত্রী কারেনজিৎ কৌর ওয়েবার ঢাকায় এসেছেন। বিমানবন্দরে নেমে তিনি সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন।
আজ বিকেল সোয়া ৫টার দিকে সানি লিওন তার ফেসবুক পেজে পোস্ট করা ছবির সঙ্গে লিখেছেন, 'সুন্দর এই দেশে এসে ভীষণ আনন্দ হচ্ছে।'
শামিম আহমেদ রনির পরিচালনায় 'সোলজার' নামের একটি সিনেমায় কাজ করার কথা ছিল তার। গত ২ মার্চ সানি লিওনসহ ১১ জন ভারতীয় শিল্পী ও কলা-কুশলীকে বাংলাদেশে আসার অনুমতি দিয়েছিল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। কিন্তু তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিক সানি লিওনের অনুমতি বাতিল করার কথা জানানো হয়েছে নতুন বিজ্ঞপ্তিতে।
জানা গেছে, সানি লিওন ওয়ার্ক পারমিট না পেয়ে ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে এসেছেন। তিনি কোনো ধরনের শুটিংয়ে অংশ নিতে পারবেন না।
সানি লিওন বাদে অন্যান্য ভারতীয় শিল্পীরা কিছু শর্ত মেনে ৫ মার্চ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত শুটিংয়ে অংশ নিতে পারবেন বলে জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
0 মন্তব্যসমূহ