CIVIL & ARCHITECTURE Technology course
পৃথিবীতে উন্নত রাষ্ট্রগুলো ক্রমেই উন্নত হচ্ছে এবং উন্নয়নশীর রাষ্ট্রগুলো উন্নতির দিকে ধাবিত হচ্ছে। রাষ্ট্র উন্নয়ন বলতে বুঝায় সে দেশের অর্থনৈতিক অবকাঠামো, যাতায়াত ব্যবস্থা উন্নয়ন এব ইমারতগুলোর উন্নয়ন।
ভূ-খন্ড নির্দিষ্ট কিন’ জনসংখ্যা অপরিকল্পিতভাবে ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এবং ভবিষ্যতেও বৃদ্ধি পেতে থাকবে। এই নির্দিষ্ট ভূ-খন্ডে জন-জীবনের জন্য মৌলিক চাহিদাগুলো যেমন: খাদ্য,বস্ত্র, বাসস্থান, শিক্ষা ইত্যাদির চাহিদা ক্রমশঃ বৃদ্ধি পাচ্ছে। একই সাথে বৃদ্ধি পাচ্ছে বেকারত্ব। তাই মৌলিক চাহিদা পূরণের সাথে সাথে বেকারত্ব দূরীকরণের ব্যবস্থাও গ্রহণ করতে হবে।
সুনিয়ন্ত্রিত ও সুপরিকল্পিতভাবে নগর বাস-বায়ন, বহুতল ভবন, উন্নত সড়ক পথ, রেলপথ, ব্রীজ, কালভার্ট, বিমানবন্দর ইত্যাদি নির্মাণে সিভিল এবং আর্কিটেকচার টেকনোলজির কোন বিকল্প নাই।
নেক্সট টেক লিমিটেডের সিভিল ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচার কোর্সটি অনেক প্রযুক্তিগত পদের সাথে সহযোগিতায় একটি অনন্য ডিগ্রি প্রোগ্রাম। কোর্সের উপাদানটি সম্পূর্ণরূপে ডিজাইন-ভিত্তিক, স্টুডিও-ভিত্তিক এবং স্কেচ, অঙ্কন এবং মডেল তৈরি যা আপনার বাস্তব জিবনে প্রয়োগ এর মাধ্যমে আপনাকে দক্ষ করে তোলে
আমাদের সাথে আজই যোগাযোগ করুনঃ
NextTech Limited
Website: www.nexttechltd.com
Email: nexttechltdbd@gmail.com
Phone: +88 01728 61 91 31
Address: 57/8, Shahjalal Plaza (4th Floor), Panthapath, Dhaka
0 মন্তব্যসমূহ