INDUSTRIAL TRAINING COURSES
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নিয়ম অনুসারে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের প্রতিটি শিক্ষার্থীকে ৮ম পর্বে ইন্ডাষ্ট্রিয়াল ট্রেনিং এর জন্য ইন্ডাস্ট্রিতে যেতে হয়। এর উদ্দেশ্য হচ্ছে প্রতিটি ছাত্র/ছাত্রী পূর্বের সেমিষ্টারগুলোতে ব্যবহারিক ক্লাসের মাধ্যমে যা শিখেছে ইন্ডাষ্ট্রিতে তার প্রয়োগ সম্পর্কে বাস্তব ধারনা অর্জন। ভবিষ্যতের কর্মক্ষেত্রের সাথে কোর্সে অর্জিত জ্ঞানের সমন্বয় সাধন হয় বলে Industrial Training এর গুরুত্ব অপরিসীম।
On Job Training ছাত্র/ছাত্রীদের জন্য ডিপ্লোমা কোর্স শেষ হওয়ার সাথে সাথেই একজন ছাত্র/ছাত্রীকে ইন্ডাস্ট্রিতে ৩মাসের জন্য On Job Training এ পাঠানো হয়, যাতে করে তার দক্ষতা বৃদ্ধি করে Target Job পেতে পারে সেজন্য NextTech Limited তাদের জন্য On Job Training এর ব্যবস্থা করছে। অল্প কথায় On Job Training হলো, ছাত্র/ছাত্রীরা নামকরা সব প্রতিষ্ঠানে কাজ করার মাধ্যেমে অর্জন করছে অমূল্য অভিজ্ঞতা। On Job Training এর মাধ্যেমে শিক্ষার্থীরা তাদের অর্জিত শিক্ষা বাস্তবে প্রয়োগের সুযোগ পায় যা তাদের দক্ষতা বহুলাংশে বাড়িয়ে তোলে। সেই সাথে ভাল চাকুরী পেতেও বিশেষ ভাবে সহযোগিতা করে।
আমাদের সাথে যোগাযোগঃ
NextTech Limited
Website: www.nexttechltd.com
Email: nexttechltdbd@gmail.com
Phone: +88 01728 61 91 31
Address: 57/8, Shahjalal Plaza (4th Floor), Panthapath, Dhaka
0 মন্তব্যসমূহ