স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে যশোরের স্বাস্থ্য বিভাগ জেলার ৮ উপজেলায় অনিবন্ধিত ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে অভিযান শুরু করেছে।
ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ নাজমুস সাদিকের নেতৃত্বে, সদর উপজেলা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মীর আবু মাউদসহ স্বাস্থ্য বিভাগের কমর্কতারা এই অভিযানে অংশ নেন।
উল্লেখ্য, যশোরে ২৯১ টি বেসরকারি ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। ইতিমধ্যে ৫৫ টি ক্লিনিক স্বাস্থ্য বিভাগের পক্ষ থেক বন্ধ করে দেয়া হয়।
শনিবার যশোর শহরের ৫টি ক্লিনিক বন্ধ করে দেয় যশোরের স্বাস্থ্য বিভাগ। বন্ধ করে দেয়া বেসরকারি ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার গুলো হচ্ছে, যশোর শহরের জেল রোডের সেন্ট্রাল,
সিএমসি, মুজিব সড়কের পিস হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টার, ও শহরের ভোলা ট্যাং রোডের নুরুল ইসলাম ক্লিনিক, হাসপাতাল ও ডায়গনিস্ট সেন্টার রয়েছে।
যশোরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ নাজমুস সাদিক জানান, এই অভিযান চলমান থাকবে। রোববার জেলা প্রশাসকের সভাপতিত্ব এক সভা হবার কথা রয়েছে। সেখানে বাকি ক্লিনিকের ব্যাপারে সিদ্ধান্ত হবে।
0 মন্তব্যসমূহ