Header Ads Widget

স্কুলে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়লো তিন ছাত্রী

স্কুলে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়লো তিন ছাত্রী


স্কুলে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়লো তিন ছাত্রী

কুমিল্লায় স্কুলে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে তিন ছাত্রী নিহত হয়েছে।

বুধবার (৯ মার্চ) দুপুর ১২টায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সদর দক্ষিণ বিজয়পুর রেলক্রসিং এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- মীম (১৪), তাসফিয়া (১৩) ও লিমা (১২)। তারা সবাই বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম ছাত্রী।

বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুর রহমান জানান, বুধবার দুপুর ১২টায় স্কুলে আসার সময় বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী মিম,তাসফিয়া ও রিমা ঢাকাগামী একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ ছিল। এছাড়া স্থানীয়রা কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখলেও পরে যান চলাচল স্বাভাবিক হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী।

© Ekattor 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ