Header Ads Widget

কমলাপুর স্টেশনে আমরণ অনশনে গেটকিপাররা

https://e-careerdesk.blogspot.com/

কমলাপুর স্টেশনে আমরণ অনশনে গেটকিপাররা

রাজস্ব খাতে চাকরি স্থায়ীকরণের দাবিতে কমলাপুর রেলস্টেশনে অবস্থান ও আমরণ অনশন কর্মসূচি পালন করছে গেটকিপাররা। রেলওয়ে প্রশাসনিক ভবনের সামনে রোববার বেলা ১১টা থেকে রাজস্বকরণ বাস্তবায়ন ঐক্য পরিষদ ব্যানারে পূর্ব ও পশ্চিম অঞ্চলের শ্রমিকেরা অনশনে যান। বাংলাদেশ রেলওয়ের মানোন্নয়ন শীর্ষক প্রকল্পের এক হাজার ৮৮৯ জন গেটকিপারের চাকরি স্থায়ীকরণের দাবিতে এই কর্মসূচি পালন করা হচ্ছে।

ঐক্য পরিষদের দপ্তর সম্পাদক আল মামুন বলেন, ‘প্রধানমন্ত্রীর একনেক সভার নির্দেশনা অনুযায়ী রাজস্বকরণ বাস্তবায়ন না করায় এই অবস্থান কর্মসূচি পালন করছি। গেটকিপারদের নিয়োগে যত দিন প্রজ্ঞাপন জারি না করা হবে, তত দিন এই কর্মসূচি চলবে।’ তিনি বলেন, ‘রেলওয়ের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের লেভেল ক্রসিংগুলোর পুনর্বাসন ও মানোন্নয়ন শীর্ষক দুটি প্রকল্প হাতে নেওয়া হয় ২০১৫ সালে। এর মধ্যে ১ হাজার ৮৮৯ জন গেটকিপারকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়। দুবার প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে, তারপরও আমাদের স্থায়ী করা হয়নি।’

সূত্র জানায়, ‘বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের লেভেল ক্রসিং গেটগুলোর পুনর্বাসন ও মানোন্নয়ন’ এবং ‘বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের লেভেল ক্রসিং গেটগুলোর পুনর্বাসন ও মানোন্নয়ন’ শীর্ষক প্রকল্প দুটি ২০১৫ সালের ২৫ জুন একনেক সভায় অনুমোদিত হয়। মূল প্রকল্পের আওতায় অবকাঠামো নির্মাণ ইতোমধ্যে শেষ হয়েছে।

© যুগান্তর 




     About Us                         Contact Us                   Privacy Policy                    Terms Conditions


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ