আগুনে পুড়ে দুই ভাই-বোনের মৃত্যু
চট্টগ্রামের বাঁশখালীতে আগুনে পুড়ে ঘুমন্ত অবস্থায় দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। তারা আপন ভাই-বোন।
গতকাল সোমবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯ টা ৪০ মিনিটে উপজেলার ৭ নং সরল ইউনিয়নের পশ্চিম কাহারঘোনা আশিঘর পাড়া আবদুস ছমদ মাঝির বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এতে মুহাম্মদ মিনহাজ (১২) ও ৩ বছরের ইবুরুহী আগুনে পুড়ে মারা যায়। তারা ওই এলাকার মুহাম্মদ ইদ্রিসের সন্তান।
বাঁশখালী থানার ওসি কামাল উদ্দিন আরটিভি নিউজকে বলেন, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে লাগা আগুনের লেলিহান শিখা মুহূর্তেই ছড়িয়ে পড়ে পুরো ঘরে। এসময় রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়া ঘরে থাকা ইদ্রিসের এক ছেলে ও এক কন্যা শিশু আগুনে পুড়ে মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাদের দুই সন্তান আগুনে পুড়ে মারা যাওয়ার পাশাপাশি বসতঘরটিও সম্পূর্ণ পুড়ে গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহযোগিতায় ঘরের আগুন নেভানো গেলেও ততক্ষণে বসতঘরে ঘুমন্ত অবস্থায় এক ছেলে ও এক কন্যা শিশু পুড়ে যায়।
এরআগে গত বছর ২৩ মে উপজেলার পূর্ব পুঁইছড়ি এলাকায় বসত ঘরে লাগা আগুনে পুড়ে সাইমা নামে সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছিল।
0 মন্তব্যসমূহ