Header Ads Widget

পরিবারের সম্মান রক্ষায় মডেল বোনকে হত্যা: অভিযুক্ত সেই ভাইকে খালাস দিলেন পাকিস্তানের আদালত

https://e-careerdesk.blogspot.com/

পরিবারের সম্মান রক্ষায় মডেল বোনকে হত্যা অভিযুক্ত সেই ভাইকে খালাস দিলেন পাকিস্তানের আদালত


পরিবারের সম্মান রক্ষায় পাকিস্তানের সোশ্যাল মিডিয়া তারকা কান্দিল বালুচকে হত্যা করার জন্য গ্রেপ্তার করা হয়েছিল তার ভাইকে। গ্রেপ্তারের পর ভাই মোহাম্মদ ওয়াসিম হত্যার দায় স্বীকারও করেন। তবে বোনকে অনার কিলিংয়ের দায়ে অভিযুক্ত ভাইকে মুক্তি দিয়েছে পাকিস্তান আদালত


কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১৪ ফেব্রুয়ারি) পাকিস্তানের আপিল আদালত কান্দিল বালুচের ভাই মোহাম্মদ ওয়াসিমকে মুক্তির আদেশ দেয়।


রায়ের আগে ওয়াসিম ও কান্দিল বালুচের মা আদালতে একটি বিবৃতিও জমা দিয়েছিলেন যে তিনি তার ছেলেকে ক্ষমা করেছেন। তবে আদালত থেকে এখনও আদেশ প্রকাশ করা হয়নি। সেজন্যে আদালত তার মায়ের সিদ্ধান্ত বিবেচনা করেছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।


২০১৬ সালে পুলিশের একটি মিডিয়া কনফারেন্সে সাংবাদিকদের মুখোমুখি করা হয় মোহাম্মদ ওয়াসিমকে। সেখানে তিনি স্বীকার করেন যে সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যকলাপ চালানোর জন্য তিনি তার ২৬ বছর বয়সী বোন কান্দিল বালুচকে শ্বাসরোধ করে হত্যা করেন।


এ সময় হত্যায় জড়িত থাকার সন্দেহে একজন আলেম মুফতি আবদুল কাভিকেও গ্রেপ্তার করা হয়। যদিও পরে তার সঙ্গে এই খুনের সম্পৃক্ততা পাওয়া যায়নি দেখে তাকে মুক্তি দেয়া হয়


কান্দিল বালুচের প্রকৃত নাম ফৌজিয়া আজিম। তিনি মডেলিংয়ে ক্যারিয়ার গড়তে চেয়েছিলেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার কর্মকাণ্ডে পরিবারের সম্মান হারাচ্ছে- এই অভিযোগ এনেই তার ভাই মোহাম্মদ ওয়াসিম তাকে হত্যা করে। ২০১৬ সালের এই ঘটনাটি সে সময় পুরো পাকিস্তানে আলোড়ন তোলে। সে সময় ‘অনার কিলিং সংক্রান্ত আইন’ সংশোধনেও বাধ্য হয় সরকার।



     About Us                         Contact Us                   Privacy Policy                    Terms Conditions

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ