Header Ads Widget

UX & UI Design নিয়ে কিছু কথা...কিছু প্রশ্নের উত্তর...কিছু অভিজ্ঞতা

 UX & UI Design নিয়ে কিছু কথা...কিছু প্রশ্নের উত্তর...কিছু অভিজ্ঞতা


UX & UI Design নিয়ে কিছু কথা...কিছু প্রশ্নের উত্তর...কিছু অভিজ্ঞতা.................

 

আস-সালামু আলাইকুম,

বর্তমান সময়ে ডিজাইনের ব্যাপক চাহিদা। আর এই চাহিদা থেকেই মূলত এটা শিক্ষার প্রবণতাটাও অনেক বেশি। বিশেষ করে যারা অনলাইনে বিভিন্ন মাধ্যমে ডিজাইন নিয়ে কাজ করেন, তাদের মধ্যেই সবচেয়ে বেশি প্রবণতা UX & UI Design নিয়ে। এই সম্পর্কে সামান্য কিছু না লিখলেই নয়। তাই অনেক দিন পরে কিছু লিখতে বসলাম।

## প্রায়ই ফেইসবুক, স্কাইপ বা অন্য যে কোন মাধ্যমে ডিজাইনের ব্যাপারে নানা ধরনের প্রশ্নের সম্মুখিন হই। এর মধ্যে সবচেয়ে বেশি যেই প্রসঙ্গটা নিয়ে প্রশ্নের সম্মুখিন হই সেটা হচ্ছে UX Design কি, কিভাবে শিক্ষা করা যায়, শিখলেই বা কি হবে, কোথা হতে শিখেবো ইত্যাদী ইত্যাদী। আশা করি এই বিষয়ে অনেকেরই ধারনা আছে আবার অনেকেরই নাই, বিশেষ করে যারা নতুন ডিজাইন শিখতেছে তাদের মধ্যে এই ধরনের প্রশ্ন খুব বেশি।

## যারা UX নিয়ে আমাকে প্রশ্ন করে আমি তাদেরকে প্রথমেই যেই প্রশ্নটা করি যে, আপনি কেন শিখতে চাচ্ছেন। যখন তার কাছে থেকে এই ধরনের কিছু উত্তর পাই যে, মার্কেটপ্লেস এ কাজ করবো, Themeforest এ কাজ করবো বা Graphicriver এ কাজ করবো ইত্যাদী ইত্যাদী। তখন আমি তাকে বলি যে, আপনি UX না শিখে বরং আপনি Visual Design নিয়ে পড়াশুনা করুন, সেটাই আপনার জন্য ভাল হবে এবং মার্কেটপ্লেস এ কাজ করার জন্য Visual Design শিক্ষা করাটাই খুব বেশি জরুরী। অনেকেই প্রশ্নের উত্তরে সন্তুস্ট হন আবার অনেকেই পুনরায় আরো প্রশ্ন করে আমার উত্তরটাকে পরিষ্কার করতে চান।

## এবার আসি কাজের কথায়,,,, এই জবাব শুনে অনেকেই বলে যে, তাহলে UX Design টা কি বা এর ব্যবহার ই বা কোথায়??

আমাদের একটা কথা মনে রাখতে হবে যে, UI Design বা Visual Design টা হচ্ছে UX Design এর এক একটা অংশ। যখন আপনি কোন কিছু Design করতে চাইবেন তখন Visual Design এর Element এবং Principles গুলো ঠিক রাখলেই আপনি আপনার ডিজাইন দিয়ে আপনার কাক্ষিত লক্ষে পৌছাতে পারবেন।

Element of Visual Design:

·         Lines

·         Shapes

·         Color palette

·         Texture

·         Typography

·         Form

Principles of Visual Design:

·         Unity

·         Gestalt

·         Space

·         Hierarchy

·         Balance

·         Contrast

·         Scale

·         Dominance

·         Similarity

ইন্টারনেটে গুগল মামাকে ব্যবহার করে এই প্রত্যেকটি অংশ সম্পর্কে ব্যাপক পড়াশুনা করতে পারেন। লিংক দিলাম না এই কারণে যে, আমি লিংক দিলে আপনারা একটা লিংক ই পড়বেন কিন্তু যখন গুগলে খোঁজাখুঁজি করে পড়বেন তখন অনেক লেখা আপনাকে পড়তে হবে। আপনি যখন আপনার ডিজাইনের মধ্যে এই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খ ব্যাবহার করতে পারবেন তখনই আপনি একজন ভাল মানের ডিজাইনার হতে পারবেন। তবে শর্ত হচ্ছে Visual Design এর প্রতিটা অংশ আপনার খুব ভালভাবে আয়ত্ত করতে হবে। অনেকেই এখন বলতে পারেন যে, পড়াশুনা করে কি ডিজাইনার হওয়া যায়??? ( ভাল প্রশ্ন, এই বিষয়ে সবার শেষে ব্যাপক আলোচনা করবো)

## এখন একটা প্রশ্ন জাগতেই পারে যে, তাহলে Design UX এর কাজ কোথায়?? সব ই তো দেখতেছি Visual Design শিখলেই হয়ে যাবে। তাহলে UX Design টাই আবার কোনটা???

** যখন আপনি Visual Design এর ওই বিষয় গুলো মাথায় রেখে কাজ করতে যাবেন তখন ই আপনি এর উত্তর পেয়ে যাবেন। তারপরেও আমি আমার মত করে কিছু উত্তর দিয়ে দিচ্ছি। তাহচ্ছে,,,, যখন ই আপনি ডিজাইন করতে যাবেন তখন ই আপনার সর্ব প্রথম যেই জিনিসটা দরকার হবে, সেটা হচ্ছে Information Architecture অর্থাৎ ডিজাইন কোন বিষয়ের উপরে করবেন, ডিজাইনে কি কি বিষয় থাকবে, কি কি অংশ থাকবে ইত্যাদী ইত্যাদীর Information আপনার প্রয়োজন হবে। এই Information আপনি কয়েক ভাবে সাজাতে পারেন। বিশেষ করে Card Sorting প্রক্রিয়াটা বেশ ফলপ্রসূ। Card Sorting টা ৩ ভাবে হতে পারে, Open Card Sorting, Closed Card Sorting & Reverse Card Sorting । ( এই বিষয়ে বিস্তারিত গুগলে থেকে পড়ে নিবেন)। এছাড়াও Information Architecture সম্বন্ধে গুগল থেকে বিস্তারি সার্চ করে পড়ে নিবেন।

* Information সম্পন্ন করার জন্য আরো অনেক কিছু Process আপনাকে শেষ করতে হবে। তারমধ্যে User Research, User Need, Want and Demand, User Reaction, Interaction etc. এরপর আপনি যখন Information টা সম্পন্ন করবেন তখন আপনার ডিজাইন শুরু করার আগে আরো কিছু Process সম্পন্ন করতে হবে এরপর UI Design এবং সর্বশেষ Development এই সম্পূর্ণ Process টা কে বলা হয় UX Design বা User Experience Design.

আশা করি এখন সবার কাছেই UX & UI Design এর পার্থক্যটা পরিষ্কার হয়ে গেছে।

অভিজ্ঞতাঃ

## এখন কিছু গুরুত্বপূর্ণ কথা আসা যাক। অনেকেই জিজ্ঞাসা করেন যে, কোথা হতে শিখবো এই UX Design??? যারা আমাকে এই ধরনের প্রশ্ন করেছেন, তাদেরকে আমি বলবো যে, যেকোন একটা প্রতিষ্ঠান থেকে শিখুন, সরাসরি কোন শিক্ষক এর কাছ থেকে শিখুন। আমি আমার আগের আর্টিকেল গুলোতেও বলেছি এবং এখনও বলছি যে UX কখনো একা একা শেখা যায় না। হয়তো একা একা কিছুটা জানা যায় কিন্তু যখন অনেকে একসাথে কাজ করে তখন সম্পূর্ণটা আয়ত্ত হয়। কিন্তু একা একা কখনোই শিক্ষা করতে পারবেন না। হয়তো একটা প্রতিষ্ঠান থেকে নয়তো কোন একটা Team এর মাধ্যমে আপনাকে UX শিখতে হবে।

## অনলাইনে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল অাছে। টিউটোরিয়ালগুলো বেশ ভাল তবে তা Design শেখার জন্য UX শেখার জন্য নয়। আমার কিছু পরিচিত মানুষ আছে যারা বিভিন্ন যায়গা থেকে টিউটোরিয়া দেখেছে, কিন্তু তারা আসলে কতটুকু জানে তা তাদের সাথে যখন কথা বলি তখনই বুঝতে পারি।

আমি যখন USERHUB এ এই বিষয়টির উপরে কোর্স করি, তখন অনেকেই আমাকে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন যে, UX কি ট্রেইনিং বা প্রতিষ্ঠান থেকে শেখা যায়??? তার মতে UX শিখতে হবে আর্টিকেল বা টিউটোরিয়াল দেখে দেখে। আমি তখন কিছুই বলিনি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, তাদের মধ্যে এখন কেউ কেউ প্রতিষ্ঠান বা ট্রেইনিং সেন্টার থেকে UX শিক্ষা করার প্রস্তুতি নিচ্ছে ।কারো সমালোচনার জন্য নয়, আপনাদের বোঝানোর স্বার্থে বললাম।

## Design মানে Photoshop, Illustrator নয়। বরং ডিজাইনকে আধুনিক এবং নিখুত করার স্বার্থে Photoshop & Illustrator এর আবিস্কার। আপনি যদি Photoshop বা Illustrator ব্যাবহার করতে পারেন তাহলে বুঝতে হবে, আপনি ডিজাইন করার অনেকগুলো Digital Tools এর মধ্যে কয়েকটি Tools এর ব্যাবহার জানেন মাত্র। এর চেয়ে বেশি কিছুই নয়। ডিজাইন শিখতে হলে আপনাকে এর উপরে পড়াশুনা করতে হবে। বর্তমানে বাংলাদেশে দুইটা Private University তে ডিজাইন এর উপরে ৪ বছর মেয়াদি Honors Program চালু হয়েছে। আপনি যদি ভাল ডিজাইনার হতে চান তাহলে আমি বলবো ডিজাইন এর উপরে ওই সকল বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করুন। আথবা ঢাকা বিশ্ববিদ্যালয় এর চারুকলা বিভাগে পড়াশুনা করুন। এছাড়া ও ইন্টারনেটে রয়েছে প্রচুর পরিমানে রিসোর্স। আপনি সেগুলো থেকেও শিখতে পারেন। তবে তা শুধুই আপনাকে Design শিখতে সাহায্য করবে UX নয়।

## আমাদের অনলাইনের একজন বিশিষ্ট ডিজাইনার কয়েকদিন আগে আমার এক পরিচিত প্রতিষ্ঠানে রাগারাগি করে এসেছে এই বলে যে,,,, তারা নাকি টুলস শিখায় না, ডিজাইন শিখানোর নামে ধান্দাবাজি করে। এখন আমার প্রশ্ন যে, আসলে সে ডিজাইন বলতে কি বুঝে??? Photoshop, Illustrator??? যদি তা ই বোঝে তাহলে আমার আর কিছু বলার নাই। (কারো সমালোচনার জন্য নয়, আপনাদের বোঝানোর স্বার্থে বললাম। )

## এখন আসুন সেই প্রশ্নের উত্তরে যে প্রশ্নটা উপরে আপনাদের মনে এসেছিল যে, পড়াশুনা করে কি ডিজাইনার হওয়া যায়??? এই প্রশ্নের জবাবে আমি বলবো যে, যে কোন ব্যাপারেই পড়াশুনার বিকল্প কিছুই নাই। টিউটোরিয়াল কখনো পড়াশুনা হতে পারে না। যদি তা-ই হতো তাহলে এই পৃথিবীতে সবই টিউটোয়ার বের হতো। কোন বইয়ের দরকার হতো না। আপনি আদর্শ লিপি না পড়ে কখনোই গল্প পড়তে পারবেন না। আপনার হতেখড়ি আসবে পড়াশুনা থেকেই, আর বাকিটা আসবে আপনার কাজের অভিজ্ঞতা থেকে।

ধন্যবাদ সবাইকে, কষ্ট করে পড়ার জন্য।




 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ