বিনোদন ডেস্ক : বক্স অফিসে কুপোকাত কথার ফুলঝুড়ি ছোটানো বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত। তাঁর নতুন সিনেমা ‘ধাকাড়’ বক্স অফিসে খুব বাজে পারফর্ম করছে।
বলিউডভিত্তিক প্রভাবশালী পোর্টাল বলিউড হাঙ্গামার প্রতিবেদন, বেশির ভাগ সিনেমা হলই এরই মধ্যে ‘ধাকাড়’ দেখানো বন্ধ করে দিয়েছে। তবে কিছু সিনেমা হলে এখনও চলছে। বাণিজ্য পূর্বাভাস অনুযায়ী মুক্তির অষ্টম দিনে গতকাল শুক্রবার এ সিনেমা সংগ্রহ করেছে নেট চার হাজার ৪২০ রুপি।
হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। কঙ্গনার সিনেমা অষ্টম দিনে সংগ্রহ করেছে মাত্র ৪,৪২০ রুপি (নেট)। বাকি যে হলগুলোতে এ সিনেমা চলছে, সেগুলোও আর দেখাবে কি না সন্দেহ। মুক্তির দ্বিতীয় শুক্রবার ভারতে মাত্র ২০ জন দর্শক সিনেমাটি দেখেছে।
২০ মে একই দিনে মুক্তি পেয়েছে কার্তিক আরিয়ান অভিনীত ‘ভুল ভুলাইয়া টু’ ও কঙ্গনা রনৌত অভিনীত ‘ধাকাড়’, যেখানে প্রথম সিনেমাটি হরর কমেডি এবং দ্বিতীয়টি অ্যাকশন থ্রিলার।
কার্তিকের ‘ভুল ভুলাইয়া টু’ বক্স অফিসে ভালো সংগ্রহ করছে। পোর্টালটির বাণিজ্য পূর্বাভাস, আনিস বাজমি পরিচালিত এ সিনেমা ১৫০ কোটির ক্লাবে প্রবেশ করবে এবং লাইফটাইম কালেকশন হতে পারে প্রায় ১৭৫ কোটি রুপি।
‘ধাকাড়’-এর কেন্দ্রীয় চরিত্র নারী আর তিনি হচ্ছেন কঙ্গনা রনৌত। এ সিনেমায় খলনায়কের ভূমিকায় দেখা গেছে অর্জুন রামপালকে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, এ সিনেমার লাইফটাইম কালেকশন তিন কোটির নিচে হবে। বিভিন্ন খবরে প্রকাশ, ‘ধাকাড়’ সিনেমার বাজেট ১০০ কোটি রুপি।
কঙ্গনা রনৌত অভিনীত ‘ধাকাড়’ দর্শককে হতাশ করেই চলেছে। মুক্তির দিনে মাত্র ৫০ লাখ রুপি সংগ্রহ করা এ সিনেমার প্রতি দর্শকের আগ্রহ নেই। প্রেক্ষাগৃহ দর্শকশূন্য। তাই হল মালিকেরা সিনেমাটির শো বাতিল করছে। সেখানে যুক্ত হচ্ছে কার্তিকের ‘ভুল ভুলাইয়া টু’।
আন্তর্জাতিক বাজারে কঙ্গনা রনৌত অভিনীত ‘ধাকাড়’ সিনেমার অবস্থা খুবই খারাপ। আন্তর্জাতিক বাজারে তিনশর বেশি স্ক্রিনে মুক্তি দেওয়া হয়। ভারতের মতোই অন্য দেশগুলোতে অর্থ সংগ্রহ তলানিতে। ‘ধাকাড়’ পরিচালনা করেছেন রজনীশ ঘাই।
মুক্তিযুদ্ধ নিয়ে প্রথম আন্তর্জাতিক সিনেমার টিজার প্রকাশ
About Us Contact Us Privacy Policy Terms Conditions
0 মন্তব্যসমূহ