খবর এপ্রিলের, বলিউড বাদশাহ শাহরুখ খানের মুম্বাইয়ের বাসভবন মান্নাতের নামফলক বদল হয়েছে। নতুন যেটা বসেছে সেটির দাম ২০ থেকে ২৫ লাখ রুপি। নামফলকের ডিজাইন করা হয় স্ত্রী গৌরী খানের তত্ত্বাবধানে।
এই অবধি সব ঠিক ছিল। নতুন খবর, শাহরুখের বাড়ির ২৫ লাখের নামফলক উধাও হয়ে গিয়েছে। কিং খানের ভক্তরা সেটি খেয়াল করেছেন, সেটি এতটাই যে, পত্রিকার শিরোনাম হয়েছে।
তবে কি চুরি হয়ে গেল শাহরুখের বাড়ির নামফলক? না, তেমন কিছু নয়। এক পোর্টালের বরাতে টাইমস অব ইন্ডিয়ার খবর, নামফলক থেকে একটি হীরা পড়ে গিয়েছিল আর সেটি মেরামতের জন্য নামানো হয়েছে। সব ঠিক করে এটি আবার স্থাপন করা হবে।
গুজরাটের ব্যবসায়ী নারিমান দুবাসের কাছ থেকে এই বাংলোটি কেনেন কিং খান। চার বছর আইনি জটিলতার কারণে নাম পালটাতে পারেননি শাহরুখ। শেষ পর্যন্ত ২০০৫ সালে পাকাপাকিভাবে ‘ভিলা ভিয়েনা’র নাম বদলে হয় ‘মান্নাত’।
শাহরুখ খান বর্তমানে তিন সিনেমার শুটে ব্যস্ত সময় পার করছেন, যার মধ্যে ‘পাঠান’ মুক্তি পাচ্ছে আগামী বছরের জানুয়ারিতে।
পুরো ভারতে মাত্র ২০ দর্শক, আয় ৪ হাজার ৪২০ রুপি
About Us Contact Us Privacy Policy Terms Conditions
0 মন্তব্যসমূহ