Header Ads Widget

হুমায়ূন আহমেদ এর উক্তি

হুমায়ূন আহমেদ এর উক্তি


 যদি বউটা বলে

~একটু আসো তো একা একা
রান্না করতে পারছি না
😊
তাহলে ভেবো না
সে তোমাকে খাটাতে চাচ্ছে!!!
– সে চায় তুমি তাকে পেছন থেকে জড়িয়ে
ধরো
😍😍
*
- যদি বউটা বলে কই গো!
একা একা শাড়ী পরা যায়?
একটু আসো।
😊
.
তাহলে শুয়ে থেকোনা!!!
সে চায়, শাড়ীর কুচি ধরে
নাভী ঘেঁষে
তোমার নিজ হাতে শাড়ীটা পড়িয়ে দাও
😍
*
- যদি বউটা বলে
" অফিস (বা যেকোনো কর্মস্থল) থেকে এত দেরি করে বাড়ি
ফিরেছো কেন"?
তাহলে ভেবো না,
সে তোমাকে সন্দেহ করছে!!!
সে চায়,
অনেক সময় তোমার সাথে
থাকতে!!
😍
*
যদি বউ বলে,
এক্ষূণি বাজার করে আনো,
ঘরে বাজার নেই,
তাহলে ভেবনা সে তোমাকে শুধু
বাজার করার জন্যেই পাঠাচ্ছে . . .
সে চায়,
তুমি ফেরার পথে তার জন্য
চকলেট চিপস্ ফুচকা ইত্যাদি আনো
😍
*
যদি বউ বলে, খেতে ভাল লাগছেনা।
তাহলে ভেবনা তার খিদে নেই।
সে চায়, তুমি তাকে নিজ হাতে খাইয়ে দাও
😍
*
যদি বউ বলে, তুমি আর আগের মতো আমাকে ভালবাসো না। দিন দিন পচা হয়ে যাচ্ছ,
তাহলে ভেবনা, সে তোমাকে অপছন্দ করে।
সে চায়,
তুমি তার কাছে আরো ভালো রোমান্টিক
স্বামী হয়ে উঠো
😍
*
- যদি বউটা বলে, আজ তোমাকে ঘুমাতে
দেবোনা,
তাহলে মনে করোনা সে তোমাকে
সহ্য করতে পারেনা!!!
সে চায় " আজ রাতে গোছালো বিছানাটা
এলোমেলো হোক দুজনের
দুষ্টমিতে "
😍😍😍😚😚😚
,,,আমি জানি,, কিন্তু এরকম হলেই তো ভালো সংসার সুখের হয়




🥰

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ