Header Ads Widget

প্রেমিকাকে নিয়ে মালদ্বীপে দেব

https://e-careerdesk.blogspot.com/


প্রেমিকাকে নিয়ে মালদ্বীপে দেব


বিনোদন ডেস্ক: কয়েকদিন ধরেই সমুদ্র সৈকত থেকে ছবি পোস্ট করছিলেন দেব ও তাঁর কথিত প্রেমিকা রুক্মিনী মৈত্র। তবে একসঙ্গে নয় আলাদা আলাদাভাবে। যেমনটা কিছুদিন আগেই করেছেন বলিউডের কথিত প্রেমিক জুটি কিয়ারা আদভানি-সিদ্ধার্থ মালহোত্রা, অনন্যা পান্ডে-ঈষাণ খাট্টাররা। তারাও গেল বছর মালদ্বীপে একসঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন।


তবে ছবি পোস্ট করেছিলেন একা একা।


তবে ‘একা একা’ এই ছুটি কাটানো বুঝে গেছেন তাঁর ভক্তরা। দক্ষিণ ভারতের দ্বীপ দেশটিতে যে দেব-রুক্মিনী একসঙ্গেই ছুটি কাটাচ্ছেন তা নিশ্চিত করে খবর প্রকাশ করেছে ওপার বাংলার বেশ কয়েকটি সংবাদ মাধ্যম। কেবল দেব-রুক্মিনী নন, এই ট্যুরে আছে মডেল-অভিনেত্রীর মা-ও। জানা গেছে, কয়েকদিন আগেই ৬০তম জন্মদিন পালন করেছেন রুক্মিনীর মা। মূলত হবু শ্বশুড়ির জন্মদিন উপলক্ষেই এ সফরের আয়োজন করেছেন দেব।


অভিনেতা ও সংসদ সদস্য হবু শ্বাশুড়ির সঙ্গে ছবি পোস্ট না করলেও রুক্মিণী ঠিকই করেছেন। দিয়েছেন জন্মদিনের কেক কাটার ছবিও।


কিছুদিন আগেই দেব ও রুক্মিণী একসঙ্গে শেষ করেছেন ‘কিশমিশ’ ছবির কাজ। এই ছবির চরিত্রের প্রয়োজনে ৪০ কেজি ওজন কমিয়েছেন দেব! এপ্রিলে ছবিটি মুক্তি পাওয়ার কথা। এছাড়া দেব অভিনীত ও প্রযোজিত বেশ কয়েকটি ছবি এ বছর মুক্তি পাবে।


অন্যদিকে রুক্মিণীর হাতে আছে কয়েকটি ছবি। বিদু্যাত জামওয়ালের সঙ্গে ‘সনক’ দিয়ে বলিউড অভিষেকের পর আলোচনা চলছে আরো হিন্দি ছবি ও সিরিজের।


এবার প্রথম নয় ২০২১ সালেও মালদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন দেব ও রুক্মিনী। তখনও আলাদা আলাদা ছবি দিয়েছিলেন দুজন। তবে এবার হবু শ্বশুড়িকে সঙ্গে নেওয়ায় যোগ হয়েছে ভিন্ন মাত্রা। অনেকে মনে করছেন এরমাধ্যমে সম্পর্কের একরকম ঘোষণাই দিলেন তারা।


সূত্র : হিন্দুস্তান টাইমস 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ