Header Ads Widget

পটলের কেজি ১৬০ টাকা

https://e-careerdesk.blogspot.com/

পটলের কেজি ১৬০ টাকা


দিনাজপুরের হিলিতে কাঁচাবাজারগুলোতে আগে ভাগেই উঠতে শুরু করেছে অসময়ের সবজি পটল। আর প্রতিকেজি পটল বিক্রি হচ্ছে ১৫০ টাকা থেকে ১৬০ টাকা দরে। ইচ্ছা থাকলেও দাম বেশি হওয়ায় বেশিরভাগ ক্রেতাই পটল কিনতে পারছেন না। বিক্রেতারা জানান গত এক সপ্তাহের তুলনায় কেজি প্রতি ৪০ থেকে ৫০ টাকা কমেছে দাম।


মঙ্গলবার (১ মার্চ) হিলির কাঁচাবাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।


হিলি বাজারের পটল বিক্রেতা সোহেল রানা জানান, কাঁচা সবজির দাম অনেকটাই বেশি। তবে পটলের দাম কিছুটা কমেছে। গত সপ্তাহে প্রতি কেজি প্রকারভেদে বিক্রি হয়েছে ১৮০ থেকে ২০০ টাকা। পাইকারি বাজারে ১২০ টাকা কেজি দরে বিক্রি হলেও মঙ্গলবার হিলির খুচরা বাজারে ১৫০ থেকে ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে ক্রেতা অনেক কম।


হিলি বাজারে সবজি কিনতে আসা মাসুদ রানা জানান, কয়েকদিন আগে টিভিতে দেখলাম যে ঢাকার বাজারে পটল উঠেছে। সেই থেকেই কেনার ইচ্ছা ছিল। আজ বাজার করতে এসে দেখি বাজারে অসময়ের পটল বিক্রি হচ্ছে। তবে স্বাদ নিতে সামান্য পরিমাণে কিনলেও দাম অনেক বেশি। 



     About Us                         Contact Us                   Privacy Policy                    Terms Conditions


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ