স্কুলে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ৩ ছাত্রী নিহত
সময়ের কণ্ঠস্বর, কুমিল্লা: কুমিল্লার সদর উপজেলায় স্কুলে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে তিন ছাত্রী নিহত হয়েছে। উপজেলার বিজয়পুর এলাকা লেভেলক্রসিংয়ে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ওই তিন ছাত্রী ট্রেনে কাটা পড়ে।
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিমউদ্দীন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনের নিচে কাটা পড়ে ওই শিক্ষার্থীরা। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। পরে বিস্তারিত জানা যাবে।’
জানা গেছে, নিহতরা সবাই বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এছাড়া কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রেখেছেন স্থানীয়রা।
0 মন্তব্যসমূহ