পোশাক উড়িয়ে নৃত্যে নোরা, নেট দুনিয়ায় তোলপাড়
বলিউড অ’ভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। স্বল্প সময়ে যিনি জায়গা করে নিয়েছেন কোটি মানুষের হৃদয়ে। মূলত হিট গান ‘দিলবার দিলবার’ এ আইটেম গার্ল হিসেবে নেচেই তিনি জনপ্রিয়তা পান। এখন লাখো পু’রুষের ক্রা’শ নোরা ফাতেহি।
বিগত কয়েকদিন ধরেই খবরের শিরোনামে আছেন তিনি। একের পর এক ভাইরাল হওয়া ভিডিওর মুখ এখন এ অ’ভিনেত্রী। নাচের জগতে তার এক ভিন্ন পরিচিতি। হট স্টারের নাচের স্টেপ মন কেড়েছে আট’ থেকে আশির।
তাই মাঝে মধ্যেই তিনি নানা ভিডিও শেয়ার করে সবাইকে উপহার দিয়ে থাকেন। এবার সমুদ্র সৈকতে সাকি গার্লের হট মুভস মুহূর্তে ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়।
লং ড্রেস, হাওয়ায় উড়তে থাকা পোশাক, উদ্দাম নৃত্যে নোরা ও পার্টনার। গানের বিটে বিটে উরু কাঁপিয়ে আবারো ভাইরাল হয়ে উঠলেন নোরা। একের পর এক ভাইরাল হওয়া তার নাচের ভিডিওর তালিকাতে এই ভিডিও এক নতুন সংযোজন।
নোরার এই লুক ও মুভে যে প্রথম থেকেই পাগল ভক্তরা তা আর আলাদা করে বলার অ’পেক্ষা রাখে না। এরই মাঝে একের পর এক মুক্তি পাওয়া নোরার বিভিন্ন ছবির গানও এক হটলিস্টে।
About Us
Contact Us
Privacy Policy
Terms Conditions
0 মন্তব্যসমূহ