Header Ads Widget

শপথের আগেই ইউপি সদস্যের মৃত্যু

e-careerdesk.blogspot.com

শপথের আগেই ইউপি সদস্যের মৃত্যু


ময়মনসিংহের গফরগাঁও উপজেলার টাংগাবর ইউনিয়নের ইউপি সদস্য মো. ফরিদ আলম খান (৬০) শপথ গ্রহণের আগেই মৃত্যুবরণ করেছেন।


শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।


মো. ফরিদ আলম খানের বাড়ি টাংগাবর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রৌহা গ্রামে। তার মৃত্যুতে ইউনিয়ন জুড়ে শোকের ছায়া নেমে আসে।


গেল ৪ জানুয়ারি পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে তালা প্রতিকে প্রার্থী হয়ে তিনি ইউপি সদস্য নির্বাচিত হন। তার শপথ গ্রহণ করা হয়নি।


মো. ফরিদ আলম খানের মৃত্যুর বিষয়টি টাংগাব ইউনিয়ন পরিষদের সচিব মাহমুদুল হাসান মাসুম নিশ্চিত করেছেন।


ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন সাগর ও মো. ফরিদ আলম খানের স্বজনরা জানায়, মো. ফরিদ আলম খান হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। তার পরিবারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ