Header Ads Widget

মা অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় সন্তানকে অপহরণ

e-careerdesk.blogspot.com

মা অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় সন্তানকে অপহরণ


রাজধানীর দক্ষিণখানে ভাড়াটিয়া এক নারী অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তার সন্তানকে অপহরণ করে ইসমাইল হোসেন জীবন ওরফে আকাশ (২৬)। সন্তানের খোঁজে ওই নারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ অনেকের সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু কেউ তার আকুতি শোনেনি।


কোনো উপায় খুঁজে না পেয়ে শিশুটির মা ডিএমপির গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারি বিভাগের উপ-কমিশনারের (ডিসি) মোবাইল নম্বরে ফোন দেন। ওই নারীর সব কথা শুনে ওয়ারি বিভাগের ডিসি তার টিমসহ অভিযান চালিয়ে মাত্র তিন দিনের মধ্যে নেত্রকোনা জেলার পূর্বধলা থানাধীন বিশ্বকাকনি ইউনিয়নের যাত্রাবাড়ী গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করেন। এ সময় অপহরণকারী আকাশকে গ্রেপ্তার করা হয়।


শনিবার (১২ ফেব্রুয়ারি) মিন্টু রোডের ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে ডিবির ওয়ারি বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. আশরাফ হোসেন সিদ্দিক বলেন, আকাশ নারীকে বিভিন্ন সময় উত্ত্যক্ত ও অনৈতিক প্রস্তাব দিতেন। এতে সাড়া না দেওয়ায় তার তিন বছরের শিশু সন্তানকে অপহরণ করে আট মাস লুকিয়ে রাখেন আকাশ।


আশরাফ হোসেন সিদ্দিক বলেন, শিশুটিকে অসৎ উদ্দেশ্যে চকলেট ও চিপস কিনে দিয়ে ছেলের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতেন। একপর্যায়ে গত বছরের ১৫ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিশুটিকে ভাড়া বাসা থেকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যান। অনেক খোঁজাখুঁজির পরও শিশুটির পরিবার কোনো সন্ধান না পায় না।


ডিবি ওয়ারির নির্দেশনায় সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের টিম লিডার সহকারী কমিশনার মাহফুজুর রহমানের নেতৃত্বে তথ্য-প্রযুক্তির সহায়তায় আকাশকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে নেত্রকোনা জেলার পূর্বধলা থানাধীন বিশ্বকাকনি ইউনিয়নের যাত্রাবাড়ী গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।


দক্ষিণখান থানায় নারী ও শিশু নির্যাতন আইনে ইসমাইল হোসেন ওরফে জীবন ওরফে আকাশের বিরুদ্ধে মামলা হয়েছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ