Header Ads Widget

শাকিবের বাড়িতেই অপুকে আংটি পরালো বাপ্পি

https://e-careerdesk.blogspot.com/


শাকিবের বাড়িতেই অপুকে আংটি পরালো বাপ্পি

নামটি, দেখে, হয়তো, অনে,কেই অবাক হচ্ছেন। কেন,না শিরোনামে, যাদের, নাম বলা হয়েছে, তাদের

মাঝে, আজ, বেশ দূরত্ব,। শেষের পথে ‘শ্ব,শুরবাড়ি জিন্দাবাদ-২’ ছবির শুটিং। ছবি,টিতে, মূল চরিত্রে


অ,ভিনয় করছেন, অপু, বিশ্বাস ও বাপ্পী,, চৌধুরী। ছবির, চিত্র,নাট্য ও পরিচালনা করছেন দেবাশীষ বিশ্বাস।

পরিচালক, জানিয়ে,ছেন আগামী, সপ্তাহে শাকিব খানের বাড়িতে, অপু, , বাপ্পীর, আংটি, বদলের শুটিং


দিয়েই, শেষ, হবে, এই, ছবির, ক্যামেরার, কাজ। ৎশাকিবের, বাড়িতে, অপু, যাচ্ছেন, ঠিক,ই তবে তা শুটিংয়ের জন্য। নির্মাতা দেবাশীষ বিশ্বাস পরিচা,লিত ‘শ্বশুরবাড়ি, জিন্দাবাদ ২’ ছবির শুটিং করতে শাকিবের বাড়িতে যা বেন অপু-বাপ্পী।


ঢাকাই চলচ্চিত্রের বিউটি কুইন খ্যাত অ’ভিনেত্রী অ’পু বিশ্বা’স। বাস্তব জীবনে তিনি চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে প্রে’ম ও বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। দীর্ঘ আট বছর পর তাদের দাম্পত্য জীবন ভেঙে যায়। সংসার টিকিয়ে রাখতে আপ্রা’ণ চেষ্টা করেছেন অ’পু বিশ্বা’স।


তখন চলচ্চিত্রের এক লিজেন্ডের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু সেখান থেকে বুকভরা ক’ষ্ট নিয়ে ফিরেছিলেন অ’পু।দীর্ঘদিন পর সোমবার এই চাপা ক’ষ্ট তার ফেসবুকে শেয়ার করেছেন অ’পু বিশ্বা’স। সেখানে অ’পু লিখেন, ‌২০১৭ সালে.


সন্তানকে নিয়ে যখন বিপাকে পড়ি, তখন বুকভরা আশা নিয়ে গিয়েছিলাম এক লিজেন্ডের কাছে। দুই ঘন্টা বসিয়ে রেখে বললো উনি বাসায় নেই। তিনি আরো


লেখেন, কয়েক বছর পর এক সিনিয়র সাংবাদিকের মুখে শুনতে পারলাম লিজেন্ড হাসিমুখে বলেছে অ’পু বিশ্বা’স তার সন্তানকে নিয়ে ও গাড়ি ভর্তি মিষ্টি নিয়ে এসেছিলো আমা’র কাছে তার পরিবারের


মুখে হাসি ফোটাতে কিন্তু আমি তাকে ঢুকতে দেইনি। এটাকেই কী’ লিজেন্ড বলে? শুভ হোক এই দিনটি আপনার জীবনে! অ’পুর দেয়া স্ট্যাটাসে ওই ব্যক্তির নাম উল্লেখ করেননি।


আরো পড়ুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ