ট্রাক্টর চালিয়ে বিয়ের আসরে এলেন কনে। এ সময় কনের চোখে ছিল কালো সানগ্লাস। চালকের আসনে বসা কনের দুপাশে দাঁড়িয়ে ছিলেন তাঁর দুই ভাই।
ব্যতিক্রমী আয়োজনে বিয়ের আসরে প্রবেশ করে হইচই ফেলে দিয়েছেন ভারতের মধ্যপ্রদেশের ওই তরুণী। তাঁর নাম ভারতি তাগড়ে। খবর এনডিটিভির।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়—ট্রাক্টর চালিয়ে বিয়ের আসরে প্রবেশ করছেন কনে ভারতি তাগড়ে। তাঁর দুপাশে দুই ভাই দাঁড়িয়ে আছেন।
https://twitter.com/i/status/1530218884036706304
গত বৃহস্পতিবার রাতে মধ্যপ্রদেশের বেতুল জেলার জাভরা গ্রামে ওই বিয়ের অনুষ্ঠান হয়েছে। সেখানেই ট্রাক্টর চালিয়ে অনুষ্ঠানস্থলে যান ভারতি।
ভারতি বলেন, ‘পালকি কিংবা গাড়ি চড়ে বিয়ের আসরে যাওয়ার রীতি অনেকটা পুরোনো হয়ে গেছে। সে কারণে ভিন্ন কিছু করতে চেয়েছি।’
এ বছরের শুরুর দিকে হরিয়ানার আম্বালায় বিয়ের আসরে ঘোড়ায় চড়ে এসেছিলেন এক কনে। শুধু তা-ই নয়, হাতে বিয়ের তলোয়ার নিয়ে বিয়ে করতে বরের বাড়ি যান ওই কনে।
0 মন্তব্যসমূহ