Header Ads Widget

Google AdSense কি? গুগল এডসেন্স সম্পর্কে A-Z জানুন বিস্তারিত

https://e-careerdesk.blogspot.com/

Google AdSense কি? গুগল এডসেন্স সম্পর্কে A-Z জানুন বিস্তারিত


Google AdSense এর ব্যাপারে A-Z বিস্তারিত সবকিছু বলার চেষ্টা করবো । আপনি যদি ব্লগিং করে অর্থ উপার্জন করার কথা চিন্তা করে থাকেন তবে নিশ্চই গুগল এডসেন্স এর কথা শুনে থাকবেন।


এটি এমন এক ধরনের বিজ্ঞাপন প্রদানকারী প্রতিষ্ঠান যার মাধ্যমে আপনি আপনার ব্লগ বা ওয়েবসাইটকে


মনিটাইজ করার মাধ্যমে আপনার সাইটে বিজ্ঞাপন দেখিয়ে আয় করতে পারবেন।


ইন্টারনেটে যদিও অনেক থার্ড পার্টি বিজ্ঞাপন প্রতিষ্ঠান রয়েছে যেসব কোম্পানিগুলোর বিজ্ঞাপন আপনি আপনার ব্লগে দেখিয়ে আয় করতে পারবেন।


তবে Google AdSense সবচেয়ে বিশ্বস্ত এবং বেশি আয় করার একটি মাধ্যম,


এটি Alphabet Inc কোম্পানির একটি শাখা। গুগল এডসেন্স এর সম্পর্কে বিস্তারিত নিচে ধাপে ধাপে আপনাদের বুঝিয়ে বলছি।

https://e-careerdesk.blogspot.com/

এডসেন্স সম্পর্কে A-Z জানুন বিস্তারিত


গুগল এডসেন্স কি?

গুগল এডসেন্স হচ্ছে গুগলের নিজস্ব একটি সার্ভিস, যেটি গুগল দ্বারা পরিচালিত হয়ে থাকে।


এটি এমন একটি সার্ভিস যার মাধ্যমে ব্লগাররা তাদের ওয়েবসাইটে এডসেন্স এর এড দেখানোর মাধ্যমে অর্থ আয় করার সুযোগ পেয়ে থাকে।


Google AdSense বিষয়টা আপনাদের আরেকটি ক্লিয়ার ভাবে বুঝানোর জন্য নিচে Google AdSense কিভাবে কাজ করে সেই ব্যাপারে বলা হলো।


গুগল অ্যাডসেন্স কিভাবে কাজ করেঃ

Google AdSense গুগলের এমন একটি সার্ভিস যেখানে একটি কোম্পানির বিজ্ঞাপনদাতা তাদের পণ্য বা সেবার বিজ্ঞাপন দিতে পারে


এবং একজন পাবলিশার হিসেবে আপনি সেই বিজ্ঞাপন আপনার ওয়েবসাইটে দেখানোর মাধ্যমে আয় করতে পারেন।


আপনার ওয়েবসাইটে দেখানো বিজ্ঞাপনদাতাদের উক্তি বিজ্ঞাপন প্রতি ব্যায়কৃত অর্থের কিছু অংশ গুগল নিজে রেখে দেয়


এবং কিছু অংশ সিপিসি হিসেবে ব্লগের মালিকদের দিয়ে দেয়। আশা করছি পুরো বিষয়টা আপনাদের বুঝিয়ে বলতে পেরেছি।


এখনো যদি না বুঝেন তবে আরো সহজে একটি উদাহরণ দিচ্ছি: ধরুন “রয়েল” একটি কোম্পানির নাম।


তারা তাদের প্রোডাক্ট বা সার্ভিস ইন্টারনেটের মাধ্যমে বিক্রি করে থাকে।


এখন রয়েল কোম্পানি তাদের পণ্যের বিজ্ঞাপন দেখানোর জন্য গুগল এডসেন্সকে নির্দিষ্ট কিছু অর্থ দিল। Google AdSense কি করলো, উক্ত কোম্পানির পণ্যের বিজ্ঞাপন বিভিন্ন ব্লগে দেখাতে লাগলো।


এখন যখনই উক্তি ব্লগের কোনো ভিজিটর সেই বিজ্ঞাপন ক্লিক করবে তখন সেখানের কিছু অর্থ গুগল নিজে রেখে বাকিটা পাবলিশার বা ব্লগের মালিককে দিয়ে দিব। এভাবেই কাজ করে Google AdSense Program।


Google AdSense থেকে আয় করার উপায়ঃ

গুগল এডসেন্স থেকে আয় করার জন্য আপনার একটি ব্লগ বা ওয়েবসাইট থাকা লাগবে।


আপনি চাইলে Blogger (ফ্রী) বা WordPress (পেইড) থেকে যেকোনো একটি প্লাটফর্ম দ্বারা একটি ব্লগ ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারেন।


যখন আপনার ব্লগ এডসেন্স এর জন্য তৈরি হবে তখন আপনি এডসেন্স এর জন্য আবেদন করতে পারবেন।


গুগল এডসেন্স কতৃক ১৪ দিন আপনার সাইট রিভিউ করার পর আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনি এডসেন্স পেয়েছেন কি পাননি।


বাংলায় গুগল অ্যাডসেন্সের নীতিমালা

১. ইউনিক এবং ইন্টারেস্টিং কনটেন্ট: গুগল এডসেন্স পাওয়ার প্রথম যে শর্ত সেটি হচ্ছে আপনার অবশ্যই ইউনিক কনটেন্ট ব্লগে পাবলিশ করতে হবে।


যেগুলো পূর্বে কোথাও পাবলিশ করা হয়নি। আপনি যত ইউনিক এবং ইউজার ফ্রেন্ডলী কনটেন্ট লিখতে পারবেন তত বেশি আপনার এডসেন্স পাওয়ার সম্ভবনা বেড়ে যাবে। গুগল ইউনিক কনটেন্ট এর প্রাধান্য বেশি দেয়।


২. আপনার কনটেন্ট এডসেন্স পলিসি মেনটেইন করে কিনা: অবশ্যই লক্ষ রাখতে হবে আপনার ওয়েবসাইট বা ওয়েবসাইটের কনটেন্ট এডসেন্স পলিসি মানে কিনা। বিস্তারিত https://support.google.com/adsense/answer/48182 লিংকে গিয়ে পড়ুন।


৩. আপনার বয়স ১৮ বছর হয়েছে কিনা: আপনি তখনই গুগল এডসেন্স এর জন্য উপযুক্ত হবেন যখন আপনার বয়স ১৮ হবে। ১৮ বছরের নিচে আপনি এডসেন্স ব্যবহার করতে পারবেন না।


আরো বিস্তারিত জানতে Eligibility necessities for AdSense পড়ে নিন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ