Header Ads Widget

পাঁচ ভাইকে পিষে মারার ঘটনায় মামলা, পিকআপ জব্দ

e-careerdesk.blogspot.com


পাঁচ ভাইকে পিষে মারার ঘটনায় মামলা, পিকআপ জব্দ


কক্সবাজারের চকরিয়ায় পিকআপভ্যানের চাপায় ৫ ভাই নিহতের ঘটনায় থানায় মামলা করা হয়েছে। ঘাতক পিকআপটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ। তবে পিকআপটির চালক ও সহকারীকে ধরতে পারেনি পুলিশ।


মঙ্গলবার সকালে বাবার শ্রাদ্ধ অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে পিকআপ চাপায় ঘটনাস্থলে চারজন ও হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা যান বলে জানিয়েছেন ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর।


আহত দুই ভাইবোনকে মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মঙ্গলবার বিকালে ডুলাহাজারা ইউনিয়নের রংমহল সড়ক থেকে সেটি আটক আটক করা হয়।


নিহতরা হলেন- নিরুপম শীল (৪০), দীপক শীল (৩৭), চম্পক শীল (৩০), প্লাবন শীল (২২) ও স্মরণ শীল (৪২)। নিহতরা ডুলাহাজারা ইউনিয়নের সগীরশাহ কাটা গ্রামের মৃত সুরেশ চন্দ্র শীলের ছেলে। বিকাল সাড়ে ৪টার দিকে তাদের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।


চকরিয়া মালুমঘাট হাইওয়ে পুলিশের ইনচার্জ সাফায়াত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার ভোরে একই পরিবারের নয়জন মন্দিরে যাচ্ছিলেন। রাস্তা পার হওয়ার সময় কক্সবাজারমুখী একটি পিকআপ ভ্যান তাদের চাপা দিলে তাদের মৃত্যু হয়।


পুলিশ জানায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মালুমঘাট এলাকায় ওই পাঁচ ভাইকে চাপা দিয়ে ট্রাকটি রংমহল এলাকার সড়কে ফেলে সেটির চালক হেলপার পালিয়ে যায়। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে ট্রাকটি আটক করে হাইওয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে ট্রাকটির চালক ও মালিক এখনও শনাক্ত করা যায়নি।


এ ঘটনায় থানায় মামলা (নম্বর-১৫) দায়ের হয়েছে। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) রাতে নিহতের ভাই প্লাবন চন্দ্র সুশিল বাদী হয়ে অজ্ঞাত পিকআপ চালককে আসামি করে চকরিয়া থানায় মামলাটি দায়ের করেন।


চকরিয়া থানার ওসি মোহাম্মদ ওসমান গণি মামলা দায়েরের সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।


মর্মান্তিক এই দুর্ঘটনায় পাঁচ ভাই নিহতের পাশাপাশি আহত হয়েছেন আরও কয়েকজন। তাদের মধ্যে দুজনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। অন্যজনকে চকরিয়া খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।


প্রসঙ্গত, চকরিয়ায় গত রবিবার রাতেও সড়ক দুর্ঘটনায় দুই চালকসহ তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। উপজেলার খুটাখালী ইউনিয়নের মেধা-কচ্ছপিয়ার মইক্কারঘোনা ঢালায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পিকনিকের বাস, লবণ বোঝাই ভ্যান ও মিনি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ